ضحكه صلى الله عليه وسلم
আয়েশা রাদিয়াল্লাহু আন্হা হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো এমন উচ্চ হাস্য হাসতে দেখিনি, যাতে তাঁর আলজিভ দেখতে পাওয়া যেত। আসলে তিনি মুচকি হাসতেন।’  
عن عائشة -رضي الله عنها- قالت: مَا رَأَيتُ رسُول الله -صلَّى الله عليه وسلَّم- مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا حَتَّى تُرَى مِنْهُ لَهَوَاتُهُ، إِنَّمَا كَانَ يَتَبَسَّم.

شرح الحديث :


আয়েশা রাদিয়াল্লাহু আন্হার হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবগাম্ভীর্যতা ও আত্মমর্যাদা বিষয়ে রাসূলুল্লাহর আদর্শের কতক দিককে চিত্রায়িত করেন। তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো এমন উচ্চ হাস্য হাসতে দেখিনি, যাতে তাঁর আলজিভ দেখতে পাওয়া যেত। আসলে তিনি মুচকি হাসতেন।’ অর্থাৎ তিনি কখনো অট্ট হাঁসি দিতেন না যাতে তার মুখ খোলা হতো এবং তার আলা জিহ্বা প্রকাশ পেত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন বা সাধারণ হাসি হাসতেন যাতে তার দাঁতগুলো প্রকাশ পেত। এটি রাসূলের ভাবগাম্ভীর্যতারই অন্তর্ভুক্ত।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية