مسائل الجاهلية
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে গণকদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, “ওরা অপদার্থ।” (অর্থাৎ ওদের কথার কোন মূল্য নেই)। তারা নিবেদন করল, ‘হে আল্লাহর রসূল! ওরা তো কখনো কখনো আমাদেরকে কোন জিনিস সম্পর্কে বলে, আর তা সত্য ঘটে যায়।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, “এই সত্য কথাটি জ্বিন (ফিরিশতার নিকট থেকে) ছোঁ মেরে নিয়ে তার ভক্তের কানে পৌঁছে দেয়। তারপর সে ঐ (একটি সত্য) কথার সাথে একশ’টি মিথ্যা মিশিয়ে দেয়।” মুত্তাফাকুন আলাইহি। বুখারীর অন্য এক বর্ণনায় আছে, যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, “ফিরিশতাবর্গ আল্লাহর বিধানসমূহ নিয়ে মেঘমালার অভ্যন্তরে অবতরণ করেন এবং সে সব কথাবার্তা আলোচনা করেন, যার সিদ্ধান্ত আসমানে হয়েছে। সুতরাং শয়তান অতি সংগোপনে লুকিয়ে তা শুনে ফেলে এবং ভবিষ্যৎ-বক্তা গণকদের মনে প্রক্ষিপ্ত করে। তারপর তার সাথে তারা নিজেদের পক্ষ থেকে একশত মিথ্যা মিশ্রণ করে তা প্রচার করে।”  
عن عائشة -رضي الله عنها-، قالت: سَأَل رسول الله -صلى الله عليه وسلم- أُنَاسٌ عن الكُهَّان، فقال: «ليْسُوا بشيء» فقالوا: يا رسول الله إنهم يُحَدِّثُونَا أحْيَانَا بشيء، فيكون حَقَّا؟ فقال رسول الله -صلى الله عليه وسلم-: «تلك الكلمة من الحَقِّ يخْطفُها الجِنِّي فَيَقُرُّهَا في أُذُنِ وليِّه، فَيَخْلِطُونَ معها مائة كَذِبَة». وفي رواية للبخاري عن عائشة -رضي الله عنها-: أنها سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: «إن الملائكة تَنْزِل في العَنَانِ -وهو السَّحَاب- فَتَذْكُرُ الأمر قُضِيَ في السماء، فَيَسْتَرِقُ الشيطان السَّمْعَ، فيسمعه، فيُوحِيَه إلى الكُهَّان، فيكذبون معها مائة كَذْبَة من عند أَنْفُسِهم».

شرح الحديث :


আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দেন যে, কতক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভবিষ্যতের গাইবী বিষয়ে সংবাদ দেয় তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলো। তিনি বললেন, তোমরা তাদের পরোয়া করো না, তাদের কথা গ্রহণ করবে না এবং তাদের বিষয় যেন তোমাদের গুরুত্ব বহন না করে। তারা বলল, তাদের কথা বাস্তবতার সাথে মিলে যায়। যেমন যদি তারা কোন গাইবী বিষয় অমুক দিন অমুক মাসে সংঘটিত হওয়ার সংবাদ দেয়, তা তাদের কথা অনুযায়ী বাস্তবায়িত হয়ে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বিনরা আসমানের সংবাদসমূহ হতে যা শোনে তা সংগ্রহ করে তারপর তারা তা তাদের বন্ধু গণকদের নিকট প্রেরণ করে তখন তারা যা শোনে সে বিষয়ে সংবাদ দেয়। তারপর গণকরা আসমান থেকে যা শুনেছে তার সাথে আরও একশটি মিথ্যাচার করে। বুখারীর বর্ণনার অর্থ: দুনিয়াবাসীর ওপর আল্লাহ তা‘আলা প্রতি দিন যে সব বিষয় ফায়সালা করেন আসমানে ফিরিশতারা তা শোনেন। তারপর তারা মেঘমালায় অবতরণ করে একে অপরকে বলতে থাকে। তখন শয়তান এ সংবাদসমূহ কান পেতে চুরি করে। তারপর সে তার গণক বন্ধুদের কাছে অবতরণ করে এবং যা শুনেছে তা বন্ধুদের বলে। তারপর গণকরা যা শুনেছে তার সাথে আরও একশ বা তার অধিক মিথ্যা মিলায়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية