ইব্নু ‘আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সাতটি অঙ্গের দ্বারা সাজদাহ্ করার জন্য নির্দেশিত হয়েছি। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করেন (অর্থাৎ নাক তার অন্তর্ভুক্ত বুঝান), আর দু’ হাত, দু’ হাঁটু এবং দু’ পায়ের আঙ্গুলসমূহ দ্বারা।
شرح الحديث :
আল্লাহ তা‘আলা তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাতটি অঙ্গের ওপর সেজদাহ করার নির্দেশ দিয়েছেন। আর সেগুলো হলো দেহের সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সম্মানি অঙ্গ। যাতে তার হীনতা ও ইবাদত কেবল আল্লাহর জন্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সংক্ষেপে এবং পরে বিস্তারিত বর্ণনা করেন যাতে তা হেফয করতে এবং শিখতে সহজ হয় এবং আয়ত্ব করতে আগ্রহী হয়। প্রথমটি হলো নাক সহ কপাল। দ্বিতীয় ও তৃতীয় হলো, দুই হাতের তালু দ্বারা যমীনকে স্পর্শ করা। চতুর্থ ও পঞ্চম, হলো দুই হাটু। আর ষষ্ট ও সপ্তম হলো দু’ পায়ের আঙ্গুলসমূহ কিবলার দিক ফিরিয়ে রাখার মাধ্যমে সেজদা করা।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية