توحيد الألوهية
হুয়ায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “তোমরা বলো না যে, আল্লাহ যা চান এবং অমুক লোক যা চায়। সুতরাং তোমরা বলো, আল্লাহ যা চান, অতঃপর অমুক যা চায়।”  
عن حذيفة بن اليمان - رضي الله عنهما- عن النبي -صلى الله عليه وسلم- قال: «لا تقولوا: ما شاء الله وشاء فلان، ولكن قولوا: ما شاء الله ثم شاء فلان».

شرح الحديث :


চাওয়া ইত্যাদি উল্লেখ করার পর স্রষ্টার নামের ওপর ‘ওয়াও’ অব্যয় দ্বারা সৃষ্টির নামের সংযোজন করতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। কেননা ‘ওয়াও’ দ্বারা সংযোজন করলে তার পরের শব্দ তার পূর্বের শব্দের সমান হয়ে যায। কারণ একাধিক বস্তুকে একই হুকুমে একত্রিত করার জন্য ওয়াও অক্ষরটি গঠন করা হয়েছে। এটি ধারাবাহিকতা ও বিলম্বের দাবি রাখে না। আর এ কথা দিবালোকের ন্যায় পরিস্কার যে, সৃষ্টিকে স্রষ্টার সমান করা শির্ক। পক্ষান্তরে সৃষ্টিকে স্রষ্টার সাথে সুম্মা (অতঃপর) দ্বারা সংযোজন করা বৈধ। কেননা ছুম্মা (অতঃপর) এর পরের শব্দকে তার পূর্বের শব্দের সাথে সংযোজন করলে সংযোজিত শব্দটি ছুম্মার পূর্বের শব্দের পরে হয়ে থাকে। অর্থাৎ ছুম্মা এর পরের শব্দটি তার পূর্বের শব্দের পরে হয়। সুতরাং তাকে কোনো দোষ নেই। কেননা এতে ছুম্মা এর পরের শব্দ তার পূর্বের শব্দের অনুগামী হয়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية