آداب السلام والاستئذان
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে বৎস! যখন তুমি পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দিবে; এতে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে।”  
عن أنس -رضي الله عنه- قال: قال لي رسول الله -صلى الله عليه وسلم-: «يا بُنَيَّ إذا دخَلت على أهلك فَسَلِّمْ، يكن بَرَكَةً عليك وعلى أهل بَيْتِك».

شرح الحديث :


হাদীসের অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে অসিয়ত করেছেন যে, তিনি যখন তার পরিবারের কাছে প্রবেশ করবেন তখন যেনো সালাম দেন। তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেছেন যে, এতে তার ও তার পরিবারের জন্য রয়েছে বরকত। আর এর মাধ্যমে বাস্তবায়িত হবে আল্লাহর বাণী, “তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজদের ওপর সালাম করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদনস্বরূপ।” (সূরা আন-নূর, আয়াত: ৬১) অতএব, কেউ স্বীয় গৃহে প্রবেশ করলে সুন্নাত হচ্ছে গৃহে যারা আছেন তাদেরকে সালাম দেওয়া, হোক তারা গৃহের অধিবাসী বা তাদের সঙ্গী-সাথী বা অনুরূপ অন্য কোনো লোক।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية