আবূ মূসা আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন বান্দা অসুস্থ হয় অথবা সফরে থাকে, তখন তার জন্য ঐ আমলের মতই (সওয়াব) লেখা হয়, যা সে গৃহে থেকে সুস্থ শরীরে সম্পাদন করত।”
شرح الحديث :
যখন কোন মানুষের এ অভ্যাস থাকে যে, সে সুস্থ ও অবসর অবস্থায় কোন নেক আমল করে থাকে তারপর সে অসুস্থ হল, এখন আর সে ঐ নেক আমলটি করতে পারছে না, তখন তার জন্য ঐ আমলের পুরো সাওয়াব লিপিবদ্ধ করা হবে। যেমনটি সে সুস্থ অবস্থায় আমলটি করলে লিপিবদ্ধ করা হতো। অনুরূপভাবে তার আমলের বাঁধা যদি সফর হয় বা অন্য কোন অপারগতা হয় যেমন হায়েয। (তখনো তার জন্য পুরো সাওয়াব লিপিবদ্ধ করা হবে।)
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية