الوارث
كلمة (الوراث) في اللغة اسم فاعل من الفعل (وَرِثَ يَرِثُ)، وهو من...
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুফাররিদগণ অগ্রগামী হয়েছে।” লোকেরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, মুফাররিদগণ কারা? তিনি বললেন, “আল্লাহর অধিক যিকিরকারী পুরুষ ও নারীগণ।”
আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীগণ আল্লাহর বেশি বেশি যিকিরে ব্যস্ত থাকার কারণে অন্যদের থেকে আলাদা ও অনন্য হয় আর তারা অন্যদের থেকে বিনিময় অর্জনে অগ্রগামী থাকে। কারণ তারা অন্যদের তুলনায় বেশি আমল করেছে। সুতরাং কল্যাণ লাভের বেলায়ও তারা অগ্রগামী থাকবে। আল্লাহ তা‘আলা বলেছেন, “আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন।” [সূরা আল-আহযাব, আয়াত: ৩৫] এ আয়াতে ‘আল্লাহকে অধিক স্মরণকারী’ বলতে অধিকাংশ সময় আল্লাহর যিকিরকারী বিশেষ করে সময়ের সাথে নির্দিষ্ট করে যে সব ওযীফা এসেছে যেমন, সকাল, সন্ধ্যা ও ফরয সালাতের পরে আল্লাহর যিকিরকারীদেরকে বুঝানো হয়েছে।