البحث

عبارات مقترحة:

الباطن

هو اسمٌ من أسماء الله الحسنى، يدل على صفة (الباطنيَّةِ)؛ أي إنه...

الرحيم

كلمة (الرحيم) في اللغة صيغة مبالغة من الرحمة على وزن (فعيل) وهي...

الظاهر

هو اسمُ فاعل من (الظهور)، وهو اسمٌ ذاتي من أسماء الربِّ تبارك...

আবূ আইয়ূব আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহু অহ্দাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু অলাহুল হামদু, অহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর’ দিনে দশবার পাঠ করবে, সে ব্যক্তি ইসমা‘ঈলের বংশধরের চারজন দাস মুক্ত করার সমান সাওয়াব লাভ করবে।”

شرح الحديث :

এ যিকিরটির ফযীলতের ওপর হাদীসটি একটি প্রমাণ। কারণ, এতে রয়েছে তাওহীদের প্রতি স্বীকৃতি। আর যে ব্যক্তি জেনে বুঝে তার চাহিদা অনুযায়ী আমল করে দশবার তা বলবে, সে ব্যক্তি এ পরিমাণ সাওয়াব লাভ করবে যে পরিমাণ সাওয়াব একজন ব্যক্তি ইসমা‘ঈলের বংশধরের চারজন দাস মুক্ত করে লাভ করেন।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية