المليك
كلمة (المَليك) في اللغة صيغة مبالغة على وزن (فَعيل) بمعنى (فاعل)...
সা‘দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, “নিশ্চয় আল্লাহ ভালোবাসেন অপ্রসিদ্ধ ধনী মুত্তাকী বান্দাকে”।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সব লোকদের গুণাগুণ বর্ণনা করেন, যাদেরকে আল্লাহ তা‘আলা ভালোবাসেন। তিনি বলেন, “নিশ্চয় আল্লাহ ভালোবাসেন অপ্রসিদ্ধ ধনী মুত্তাকী বান্দাকে”। মুত্তাকী হলো, যে আল্লাহকে ভয় করে, তার আদেশসমূহ বাস্তবায়ন করে এবং নিষেধসমূহ থেকে বিরত থাকে। ফলে সে ফরযসমূহ আদায় করে এবং হারাম কাজসমূহ থেকে সম্পূর্ণ বিরত থাকে। এর সাথে সে ব্যক্তির গুণের মধ্যে আরও রয়েছে যে, “সে ধনী”, মানুষের মুখাপেক্ষী নয়। আল্লাহ ছাড়া কারও মুখাপেক্ষী নন। মানুষের কাছে কোনো কিছু চান না। অপমানের সাথে মানুষের কাছে নিজেকে পেশ করেন না। বরং তিনি মানুষ থেকে অমুখাপেক্ষী, তার স্বীয় রব্বকে নিয়েই যথেষ্ট। কারো দিকে তাকান না। “সে গোপন”, অর্থাৎ নিজেকে প্রচার করেন না, মানুষের মাঝে প্রসিদ্ধি লাভের চিন্তা করেন না, তার প্রতি হাতের অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা হোক তাও চান না, তার সম্পর্কে আলোচনা ইত্যাদিকে কোনো গুরুত্ব দেন না। তুমি তাকে দেখতে পাবে ঘর থেকে মসজিদ পর্যন্ত আর মসজিদ থেকে ঘরে এবং নিজ ঘর থেকে তার নিকটাত্মীয় ও ভাই-বেরাদর পর্যন্ত তার গতিবিধি সীমাবদ্ধ।