হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মাওকূফ হিসেবে বর্ণিত, তিনি একজন লোককে দেখলেন তার হাতে একটি জ্বর থেকে বাঁচার সুতা রয়েছে। তখন তা ছিড়ে ফেললেন এবং আল্লাহর বাণী তিলাওয়াত করলেন। (আল্লাহর প্রতি বিশ্বাস করে এমন লোকদের অধিকাংশরাই মুশরিক)।
شرح الحديث :
হুযায়ফা রাদিয়াল্লাহু ‘আনহু একজন অসুস্থ লোককে দেখতে গিয়ে দেখেন তার হাতে একটি সুতা। এ সুতার উদ্দেশ্য সম্পর্কে যখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, সে তাকে জানান যে, এটি জ্বর দূর করার জন্য। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু ‘আনহু তা কেটে ফেললেন এবং তিনি একে আল্লাহর বাণী: (আল্লাহর প্রতি বিশ্বাস করে এমন লোকদের অধিকাংশরাই মুশরিক) দ্বারা দলীল দেখিয়ে শির্ক বলে গণ্য করলেন। আয়াতের অর্থ: অনেক আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ আছে কিন্তু তার ঈমান শির্ককের সাথে মিশ্রিত।