المتكبر
كلمة (المتكبر) في اللغة اسم فاعل من الفعل (تكبَّرَ يتكبَّرُ) وهو...
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে জরুরি করে নেয় আল্লাহ তা‘আলা তার জন্য প্রতিটি বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন এবং যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্ত করেন। আর আল্লাহ এমন স্থান থেকে তার রিযিকের ব্যবস্থা করেন যা সে চিন্তাও করেনি।
এ হাদীসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বদা ক্ষমা চাওয়ার ফযীলত বর্ণনা করেন। কারণ, সর্বদা ক্ষমা প্রার্থনা করলে, আল্লাহ তার জন্য সব কঠিনকে সহজ করে দেবেন, তার দুশ্চিন্তা দূর করবেন এবং যেখান থেকে রিযিক আসার ধারণা সে করেনি সেখান থেকে রিযিকের ব্যবস্থা করে দেবেন। এ হাদীসটি দুর্বল। কিন্তু তার অর্থ প্রদানকারী আল্লাহর বাণী রয়েছে, যেমন : (অর্থ) “তাই আমি তাকে বললাম তুমি তোমার রবের নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় তিনি ক্ষমাকারী। তিনি তোমাদের ওপর মুশলধারে বৃষ্টি প্রেরণ করবেন আর তোমাদের ধন-সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। আর তোমাদের জন্য সৃষ্টি করবেন বাগ-বাগিচা এবং নহরসমূহ।