القادر
كلمة (القادر) في اللغة اسم فاعل من القدرة، أو من التقدير، واسم...
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার ওপর সালাত আদায় কর এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার পিছনে সালাত আদায় কর।
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার সাথে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দেয় তার ওপর তোমরা সালাত আদায় করো। যদিও সে প্রবৃত্তির পুজারী, কবীরা গুনাহকারী ও এমন বিদ‘আদী হয় যার বিদ‘আতের কারণে তাকে কাফের সাব্যস্ত করা হয়নি। আর তোমরা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার পিছনে সালাত আদায় করো যদিও সে ফাসিক বা এমন বিদআতী হয় যার বিদআতের কারণে তাকে কাফের সাব্যস্ত করা হয়নি। তবে হাদীসটি দুর্বল। সহীহ বুখারীর হাদীসটি এ বিষয়ে যথেষ্ট। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সালাত আদায় করবে। যদি তারা ঠিক করে তা তোমাদের জন্য আর যদি তারা ভুল করে তা তোমাদের জন্য এবং তাদের বিপক্ষে। আর তাওহীদে বিশ্বাসী গুনাহগারের ওপর সালাত পড়া বৈধ হওয়ার ওপর প্রমাণ হলো, মায়েয আল-আসলামী ও অন্যান্যদের হাদীসসমূহ।