العفو
كلمة (عفو) في اللغة صيغة مبالغة على وزن (فعول) وتعني الاتصاف بصفة...
উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাতা-পিতার নামে সপথ করতে নিষেধ করেছেন।” মুসলিমের বর্ণনায় বর্ণিত: “যে ব্যক্তি সপথ করতে চায় সে যেন আল্লাহর নামে সপথ করে অন্যথায় চুপ থাকে।” অপর বর্ণনায় বর্ণিত: উমার রাদিয়াল্লাহু আনহু বলেন: “আল্লাহর কসম আমি রাসূলুল্লাহকে নিষেধ করতে শোনার পর থেকে আর কোন দিন ইচ্ছাকৃত বা কারো থেকে বর্ণনা করে তা দ্বারা সপথ করিনি।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদিয়াল্লাহু আনহুকে তার পিতার নামে কসম করতে শোনে উচাঁ আওয়াজে ডাক দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে মাতা-পিতার নামে সপথ করতে নিষেধ করেছেন। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলেন এবং তারা আল্লাহর নাম ছাড়া সপথ করতেন না। এমনকি উমার রাদিয়াল্লাহু উল্লেখ করেন, তিনি রাসূলুল্লাহকে নিষেধ করতে শোনার পর থেকে আর কোন দিন ইচ্ছাকৃত ভাবে বা কারো থেকে বর্ণনা করে আল্লাহর নাম ছাড়া সপথ করিনি।