المحيط
كلمة (المحيط) في اللغة اسم فاعل من الفعل أحاطَ ومضارعه يُحيط،...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফ‘ হিসেবে বর্ণিত: “রোগের সংক্রমণ, অশুভ লক্ষণ, অশুভ পেঁচা ও সফর মাসের অনিষ্ট বলতে কিছু নেই। এটি বর্ণনা করেছেন সহীহ বুখারী ও সহীহ মুসলিম। সহীহ মুসলিম আরও বাড়িয়েছেন, অশুভ নক্ষত্র এবং রাত কানা বলতে কিছু নেই।”
বিভিন্ন কু-সংস্কার ও ভিত্তিহীন অন্ধবিশ্বাসে জাহিলিয়্যাতের যুগ ছিল পরিপূর্ণ। এ কারণে ইসলাম তার অনুসারীদের এসব কু-সংস্কার থেকে রক্ষা করার ইচ্ছা করল। তাই হাদীসটিতে বর্ণিত উল্লিখিত বিষয়গুলো যা মুশরিকরা বিশ্বাস করত প্রত্যাখ্যান করা হয়েছে। ইসলাম এসে এ ধরনের কতককে পরিপূর্ণ মুলোৎপাটন করে দিল। যেমন, অশুভ লক্ষণ। আর কতকের প্রভাব প্রতিক্রিয়া নেই বলা হলো। কারণ, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ ভয়ে আনতে পারে না এবং তিনি ছাড়া কেউ অকল্যাণকে দূর করতে পারে না।