المصور
كلمة (المصور) في اللغة اسم فاعل من الفعل صوَّر ومضارعه يُصَوِّر،...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, “যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান ও তাঁর ওয়াদার প্রতি বিশ্বাস রেখে আল্লাহর পথে জিহাদের জন্য ঘোড়া প্রস্তুত রাখে, কিয়ামতের দিন সে তার মীযানের পাল্লায় ঘোড়ার খাদ্য, পানীয়, গোবর ও পেশাব দেখতে পাবে।”
এ হাদীস থেকে বুঝা গেল, আল্লাহর পথে জিহাদের জন্য, তাঁরই সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি কোনো একটি ঘোড়া ওয়াক্বফ করে, আর তা করে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও তাঁর ওয়াদার প্রতি বিশ্বাস রেখে, যে ওয়াদার কথা ঘোষণা করে আল্লাহ তা‘আলা বলেছেন, “আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ কর, তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে” [সূরা আল-আনফাল, আয়াত: ৬০] তাহলে আল্লাহ তা‘আলা সে ব্যক্তির ঘোড়ার খাদ্য, পানীয়, গোবর ও পেশাবের বিনিময়ে সাওয়াব দান করবেন, এমনকি তিনি সেটাকে কিয়ামতের দিন তার জন্য তার মীযানের পাল্লায় রেখে দিবেন । অনুরূপ তামীম আদ-দারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত করে রাখবে, অতঃপর সেটিকে সে ঘাস খাওয়াবে, তার প্রতিটি দানা-পানির জন্য একটি করে হাসানাহ বা নেকি তার আমলনামায় যুক্ত হবে।” হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।