الحسيب
(الحَسِيب) اسمٌ من أسماء الله الحسنى، يدل على أن اللهَ يكفي...
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি তার আংটি খুলে রাখতেন”।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করার ইচ্ছা করতেন তখন তিনি আঙ্গটি আঙ্গুল থেকে খুলে ফেলতেন এবং প্রবেশের আগে তা রেখে দিতেন। কোন কর্ম সম্পাদন করাকে তার ইচ্ছা করা দ্বারা ব্যক্ত করার প্রচলন বহুল পরিচিত। যেমন, আল্লাহ তা‘আলার বাণী: “যখন তুমি কুরআন পড় আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থণা কর”। [সূরা নাহাল, আয়াত: ৯৮] অর্থাৎ, যখন তুমি কুরআন পড়ার ইচ্ছা কর, তখন তুমি আল্লাহর নিকট আশ্রয় চাও। খুলে ফেলার হিকমত হলো, সহীহ বুখারীর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির উপর “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” লেখা ছিল। তাই পায়খানায় প্রবেশের পূর্বে তা খুলে রাখতেন। কারণ, এমন বস্তু নিয়ে পায়খানায় প্রবেশ করা যাতে আল্লাহর নাম ও সিফাত লিপিবদ্ধ রয়েছে আলেমগণের নিকট মাকরুহ। তবে যদি কোন প্রয়োজন হয়, যেমন, চুরি হওয়ার আশঙ্কা থাকে বা ভূলে প্রবেশ করে তাতে কোন অসুবিধা নেই। তবে তার ওপর কর্তব্য হলো গোপন করা। পকেটে রাখবে যদিও তা আংটি হয়। এখানে প্রয়োজনের সময় বাদ দেওয়ার বিষয়টি একটি নীতির ওপর নির্ভরশীল। আর তা হলো, প্রয়োজনের সময় মাকরুহ দূরীভূত হয়ে যায়।