الأكرم
اسمُ (الأكرم) على وزن (أفعل)، مِن الكَرَم، وهو اسمٌ من أسماء الله...
ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে দো‘আর সময় বলার জন্যে দু’টি বাক্য শিখিয়েছেন, “হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান এবং আমাকে আমার নফসের অনিষ্ট থেকে হিফাযত করুন।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে এই দো‘আটি শিক্ষা দিয়েছেন, যার দ্বারা তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ যত্ন প্রমাণিত হয়। তিনি তাকে বলতে বলেছেন: “হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান।” ‘রুশদ’ হচ্ছে পূর্ণ হিদায়াত ও সংশোধন। আল্লাহ যাকে রুশদ দিয়েছেন, তাকে তিনি সকল কল্যাণের তাওফীক দিয়েছেন এবং সকল পাপ ও ধ্বংসাত্মক বস্তু থেকে হিফাযত করেছেন। যেমন, আল্লাহ তা‘আলা বলেছেন: “কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। আর তোমাদের কাছে কুফুরী, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই তো সত্য পথপ্রাপ্ত।” [সূরা হুজুরাত, আয়াত: ৭] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো‘আর সময় তাকে বলতে নির্দেশ দিয়েছেন: “এবং আমাকে আমার নফসের অনিষ্ট থেকে হিফাযত কর।” কারণ, বান্দাকে যখন আল্লাহ কল্যাণের হিদায়াত দিবেন, তখন তার নফস তাকে বিরত রাখবে অথবা ভালো কাজ তার নিকট পছন্দনীয় করবে না, ফলে তাকে নির্দেশ দিয়েছেন যেন নফসের অনিষ্ট থেকে পানাহ চায়, যেন বান্দা তার রবের ইবাদাত করে স্বস্তি লাভ করে। এবং পূর্ণ প্রশান্তি ও প্রশস্ত বক্ষ নিয়ে তার রবের ইবাদতে মশগুল হতে পারে।